
কন্ডোম কি?
কন্ডোম পুরুষদের জন্য ব্যবহার যোগ্য একটি গর্ভনিরোধক পদ্ধতি। এটি রবারের তৈরী একটি পাতলা আচ্ছাদন বা আস্তরণ যেটি যৌন মিলনের সময় পুরুষরা ব্যবহার করে।
কিভাবে বুঝবেন কন্ডোম টি ব্যাবহার যোগ্য কিনা?
- ব্যবহারের আগে প্যাকেটের গায়ে লেখা মেয়াদকাল দেখে নিতে হবে।
- এছাড়াও কন্ডোমের প্যাকেটটি আড়াআড়ি করে ধরে একদিকে আলতো করে চাপ দিলে ভিতরের কন্ডোমটি সহজেই অন্যদিকে সরে গেলে এটি ব্যবহারযোগ্য আছে বলে বুঝতে হবে।
কন্ডোম ব্যবহারের নিয়ম কি?
- একটি কন্ডোম কেবল মাত্র একবারই ব্যবহার করা যাবে। কন্ডোম সবসময় নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী ব্যবহার করতে হবে।
- কন্ডোম সব সময় সূর্যালোক/তাপ থেকে দূরে কোন শুকনো ও ঠাণ্ডা জায়গায় রাখতে হবে।
- কন্ডোম ব্যবহারের সময় বাইরে থেকে কোন তেলভ্যাসলিন বা অন্য কোন পদার্থ কন্ডোমের উপর লাগানো উচিৎ নয়।
- কন্ডোম ব্যবহারের সময় বাইরে থেকে কোন তেলভ্যাসলিন বা অন্য কোন পদার্থ কন্ডোমের উপর লাগানো উচিৎ নয়।
- একসাথে একাধিক কন্ডোম ব্যবহার করলে কোন অতিরিক্ত সুরক্ষা পাওয়া যায় না বরং ফেটে যেতে পারে।
- ব্যবহারের পর কন্ডোমটি যত্রতত্র না ফেলে ভালো ভাবে কাগজে মুড়ে ডাস্টবিনে বা ময়লা ফেলার পাত্রে ফেলতে হবে।
কন্ডোম কেন ব্যাবহার করবেন ? /কন্ডোম ব্যাবহারের সুবিধা কি ?
- কন্ডোম গর্ভধারণ রোধ করা ছাড়াও যৌন সংক্রমণ ও যৌন রোগ প্রতিরোধ করতে পারে।
- কন্ডোম ব্যবহার করলেও যৌন আনন্দ সম্পূর্ণ ভাবে পাওয়া যায়।
কন্ডোম কোথায় পাওয়া যায় ?
- এছাড়াও কন্ডোম অন্বেষা ক্লিনিকে/মহকুমা হাসপাতালে (SDH)/স্টেট জেনারেল হাসপাতালে/জেলা হাসপাতালে (DH)/মেডিকেল কলেজ হাসপাতাল (MCH) থেকে বিনামূল্যে পাওয়া যায়।
- এছাড়াও বিভিন্ন ধরণের কন্ডোম ওষুধের দোকান, ষ্টেশনারী দোকান এমনকি কোন কোন পানের দোকানেও কিনতে পাওয়া যায়।
কন্ডোম ব্যবহারের পদ্ধতি সম্বন্ধে আরো অধিক তথ্য জানতে কোথায় যোগাযোগ করবেন ?
কন্ডোম ব্যবহারের সঠিক পদ্ধতি সম্বন্ধে জানার জন্য অন্বেষা ক্লিনিকে/মহকুমা হাসপাতালে (SDH)/স্টেট জেনারেল হাসপাতালে/জেলা হাসপাতালে (DH) যেতে হবে।